Connect with us
ক্রিকেট

লম্বা বিরতির পর আবারও জাতীয় দলে ফিরছেন রোহিত-কোহলি

Virat Kohli and Rohit Sharma
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রাতে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তারপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি এই দুই তারকা ক্রিকেটারের। অবসর ঘোষণা করেছিলেন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকেও। তবে এবার লম্বা বিরতির পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন রোহিত-কোহলি।

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার কথা শোনা যাচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলির। ইতোমধ্যে জাতীয় দলে যোগ দেওয়ার পূর্বে ফিটনেস টেস্ট হয়ে গেছে তাদের। তবে ওয়ানডে দলে ফিরলেও রোহিতকে পুনরায় অধিনায়কত্ব দেওয়া হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আসেনি কোন সিদ্ধান্ত।

জানা গেছে এ বিষয়ে নির্বাচকদের সঙ্গে সরাসরি বৈঠকে আলোচনা করবেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সেই তালিকায় আছেন শ্রেয়াস আইয়ার, যিনি ওই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া জসশ্বী জয়সওয়ালও জায়গা পেতে পারেন ওয়ানডে দলে। আলোচনায় আছেন অভিষেক শর্মাও।



বর্তমানে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছে ভারত। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট শেষ হবে ১৪ অক্টোবর। এই সিরিজ শেষ হতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ভারত ওয়ানডে দল। জানা গেছে আজ শনিবারেই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাদেও অনুষ্ঠিত হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আগামী ১৯ অক্টোবর পার্থে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। পরবর্তীতে ২৩ ও ২৫ অক্টোবর যথাক্রমে এডিলেড ও সিডনিতে খেলা হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের খেলা গুলো অনুষ্ঠিত হবে ২৯, ৩১ অক্টোবর, ২, ৬ ও ৮ নভেম্বর

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট