Connect with us
ক্রিকেট

ম্যাচ ফিনিশ করে আসায় সোহানের প্রতি সন্তুষ্ট কোচ সিমন্স

Phil Simmons talked about Nurul Hasan Sohan
সোহানের প্রশংসায় ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ দিকে যখন মনে হচ্ছিল বিপদ ঘটতে পারে তখন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন নুরুল হাসান সোহান। তার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

এদিন ১৪৮ রানে টার্গেট করতে নেমে শেষ দিকে ২১ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সোহান। অধিনায়ক জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারী ফিরে যাওয়ার পর দলের একমাত্র ভরসা হিসেবে ছিলেন তিনি। আর ভরসা প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন সোহান। ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন সিমন্স।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে টাইগার কোচ বলেছেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’



বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সোহান। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল তিনি।

নিজেদের বোলিং ইউনিটের প্রশংসা করে ফিল সিমন্স বলেন, ‘আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের উপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে। আজকে তারা ভালো শুরু পেলেও মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা ভালো বোলিং করেছি। ভালো জায়গায় বল করে যেতে হবে।’

লোয়ার অর্ডার ব্যাটাররা ভালো করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শারজাহতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে। আমাদের বোলাররা সেটাই করেছে। স্পিনাররা ভালো করেছে। গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে। আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছে। এক্সাইটিং, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চাই আমরা, এটাই আমাদের উদ্দেশ্য।’

উল্লেখ্য, সোহানের পাশাপাশি শেষ দিকে ৬ বলে ১১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া বল হাতে চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। দলের জয়ে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেষ পর্যন্ত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরিফুল।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট