
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। খেলে চলেছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। তবে ঠিকই খবর রাখছেন দেশের ক্রিকেটের। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। তবে শেষ দুই ম্যাচে অধিনায়ক লিটন দাসকে মিস করার কথা জানিয়েছেন সাকিব।
দেশের জাতীয় দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার মনে হয়, সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ বাদ দিলে পরিকল্পনা সঠিক ছিল। যে ধরনের পিচ ছিল, পাকিস্তান যে পরিস্থিতিতে ছিল ওখান থেকে ওদের ১৩৫ রান করা বেশি হয়ে গেছে। ৫০ রানে ৫ উইকেট, ১১ থেকে ১২ ওভার খেলা হয়ে গেছে, সেখান থেকে অত রান করতে দেওয়া উচিত হয়নি।’
ফিল্ডিংয়ে নিজেদের ভুলের কথা উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমার মনে হয়, ফিল্ডিংটা অনেক ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যাচগুলো না ফেললে পাকিস্তানের ৭০ রানে ৭ উইকেট হয়ে যেত। তখন ১০০ রানে অলআউট করা সম্ভব হতো। ওই রানে আটকে দেওয়া গেলে খেলাটাই ওদের (পাকিস্তান) হাতে থাকত না। ওই একটি ম্যাচে ভুল হয়েছে।’
চোটের কারণে ভারত-পাকিস্তান ম্যাচে ছন্দে থাকা লিটন দাসের অনুপস্থিতি নিয়ে সাকিব বলেন, ‘অধিনায়ক ছন্দে থাকলে দলের জন্য অনেক ইতিবাচক প্রভাব পড়ে। অধিনায়কের ছন্দে থাকা গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচে লিটন থাকলে ব্যাটিং লাইনআপটা ভালো থাকত। তখন অতটা শাফল করার প্রয়োজন হতো না। রেজাল্ট ইতিবাচক হতো কি হতো না, বলা কঠিন।’
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি কেমন দেখছেন, সে বিষয়ে সাকিব জানান, ‘এখন তো খেলার ভেতরেই আছে। এশিয়া কাপে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা গেল। ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপ হলে তিন-চার মাস হাতে আছে। ওয়েস্ট ইন্ডিজে ভালো প্রস্তুতি হবে। আরও একটি বড় দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারলে ভালো হবে। কারণ, বড় দলের বিপক্ষে মানসিক ও স্কিলের দিক থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকে।’
উল্লেখ্য, গেল বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। আর দেশের জার্সিতে খেলার সুযোগও পাননি। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বোর্ডকে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এফএএস
