
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায় এখন ২০২৬ সালের বিশ্বকাপে প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলার পরিকল্পনা অনুযায়ী জাতীয় দল ইতিমধ্যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করেছেন যে জাতীয় দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। তবে দল থেকে বাদ পড়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরে ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর থেকেই নেইমারকে দেখা যায়নি। এবারও বাঁ পায়ের ঊরুর চোটের কারণে তাকে স্কোয়াডে রাখেননি আনচেলত্তি।
স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়োস এবং রাফায়েল রাফিনিয়াকে। রাফিনিয়ার হ্যামস্ট্রিং চোট ও মার্কিনিয়োসের অন্যান্য ইনজুরি বিষয়ক কারণে তাদের এইবার দলে নেওয়া হয়নি। এছাড়া কোচ আনচেলত্তির আগে ঘোষণা করা স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস ও আলেসান্দ্রো রিবেইরোও এবার বাদ পড়েছেন।
আনচেলত্তি রিও ডি জেনেইরোতে জানান, তিনি এবার প্রথমবার নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের শিষ্য রদ্রিগোকে ডাক দিয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে কার্ডজনিত সমস্যার কারণে এক ম্যাচে নিষিদ্ধ থাকা ভিনিসিয়ুসকেও এবার দলে রেখেছেন।
প্রিটি প্রীতি ম্যাচে ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১০ অক্টোবর সিউলে এবং জাপানের বিপক্ষে ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে। কোচ আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ৪ ম্যাচে দল ২ জয়, ১ ড্র ও ১ হার দেখিয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগে পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, এডারসন, হুগেয়া সোসা
ডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/টিএ
