
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইম আইয়ুব। প্রথম ৩ ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। ৭ ম্যাচে মাত্র ২ বার পৌঁছেছেন দুই অঙ্কে। তবে বলে হাতে তার পারফরম্যান্স ছিলো নজর কাড়া। দারুণ ইকোনমি বজায় রেখে আসরে ৮ উইকেট শিকার করেছেন তিনি।
এবার সুসংবাদ পেলেন এই পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
২৪১ রেটিং পয়েন্ট চার ধাপ এগিয়ে সাইম শীর্ষে আসায় দুই নম্বরে নেমে গেছেন হার্দিক পান্ডিয়া। সাইম ছাড়াও এশিয়া কাপে পারফর্ম করে র্যাংকিংয়ে উন্নতি করেছেন মোহাম্মদ নাওয়াজ এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। বোলিং র্যাকিংয়ে ২ ধাপ পিছিয়ে ১১ নাম্বারে আছেন মুস্তাফিজুর রহমান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে র্যাংকিংয়েও রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির পর তার রেটিং ছিল ৯৩১ পয়েন্ট। যা টি-টোয়েন্টিতে রেকর্ড।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৪৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এআই
