Connect with us
ক্রিকেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন গায়ক আসিফ

Asif Akbar singer
গায়ক আসিফ আকবর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদ নির্বাচনে ঘটে যাচ্ছে নানা নাটকীয়তা। এর মাঝে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন সংগীত জগতের পরিচিত মুখ— গায়ক আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বিসিবি নির্বাচন।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল বিসিবি পরিচালক পর্ষদ নির্বাচন থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ সময়। যেখানে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর এতেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবি পরিচালক হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আসিফ আকবর।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত মীর হেলাল উদ্দিন এদিন নিজের মনোনয়ন প্রত্যাহার। ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক পদে প্রার্থী রয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী।



চট্টগ্রাম বিভাগ থেকে আর কোনো প্রার্থী না থাকায় এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গত তিন মেয়াদে বিসিবিতে এই বিভাগের কোটায় পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হতক্ষেপের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছেন সাবেক এই অধিনায়ক। এছাড়া বেশ কয়েকজন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকসহ মোট ১৬ জন প্রার্থী বিসিবি নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট