Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের

Bulbul and Fahim won’t be winning unopposed in the BCB election.
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ২ হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের। ঢাকা বিভাগে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন করেই পরিচালক হতে হবে এই দুই প্রার্থীকে। 

বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন। তারা হলেন— বুলবুল, ফাহিম ও রেদোয়ান। এদের মধ্যে পরিচালক হবেন দুইজন। তবে রেদোয়ানের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ঢাকা বিভাগ থেকে বুলবুল ও ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

রেদোয়ানের মনোনয়ন বাতিল করার পর আপিল করেন তিনি। পরে নিজের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। পুনরায় যাচাই-বাছাই করার পর আজ (মঙ্গলবার) জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ফলে ঢাকা বিভাগে দেখা যাবে ত্রিমুখী লড়াই।



গত রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫১টি ফরম জমা পড়ে। সবগুলো ফরম যাচাই-বাছাই শেষে গতকাল ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর কারণ হিসেবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল সমর্থনকারী ও প্রস্তাবকারীর সই না মেলায় তিনজনের মনোনয়নপত্র অবৈধ।

এরপর গতকাল আপিল করে আজ মনোনয়ন ফিরে পেয়েছেন রেদোয়ান। একইঙ্গে রাজশাহী বিভাগ থেকে হাসিবুল আলমের প্রার্থীতাও বৈধতা পেয়েছে।

উল্লেখ্য, বিসিবি নির্বাচনের জন্য ৬০ জন মনোনয়ন ফরম তুলেছিলেন। এর মধ্যে জমা পড়েছিল ৫১টি। এর মধ্যে ৩টি বাতিল হওয়ার পর আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন দুইজন। আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট