Connect with us
ক্রিকেট

চোটের কারণে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

ডান কব্জিতে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মাউন্ট মঙ্গানুইতে নেট সেশনে বোলিং করার সময় মিচেল ওউয়েনের একটি স্ট্রেট ড্রাইভ সরাসরি এসে লাগে তার ডান হাতে, তার ডান কব্জিতে চিড় ধরা পড়েছে।

ম্যাক্সওয়েলকে ইতোমধ্যেই দেশে পাঠানো হয়েছে এবং তিনি শিগগিরই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের ধারণা, এই চোট থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ৫ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

সবকিছু ঠিক থাকলে তিনি ডিসেম্বরের মাঝামাঝি বিগ ব্যাশ লিগ শুরুর আগেই মাঠে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে জশ ইংলিসের পেশিতে টান ধরা পড়ায় বাদ পড়েন ইংলিস। শুরুতে দলে জায়গা পাননি উইকেটকিপার ব্যাটার জশ ফিলিপের।



ম্যাক্সওয়েলের বদলে দলে ডাক পেয়েছেন ফিলিপে। যদিও ফিলিপে ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার নন, তবুও দলের উইকেটকিপিং অপশন বাড়াতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ মূল স্কোয়াডে একমাত্র কিপার ছিলেন অ্যালেক্স ক্যারি এবং ম্যাক্সওয়েল ছিলেন বিকল্প হিসেবে কিপিংয়ের জন্য বিবেচনায়।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল (১ অক্টোবর) কিউয়িদের বিপক্ষে মাঠে নামবে অজিরা। সিরিজের বাকি ২ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ অক্টোবর।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট