
হামজা চৌধুরী-সামিত সোমদের আগমনের পর দেশের ফুটবলে জাগরণ ঘটেছে। দেশের ফুটবলের এই নবজাগরণে সমর্থকেরা পুনরায় দিকে মুখ ফেরাতে শুরু করেছেন। ছোট থেকে বড় সকলেই ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সমর্থকদের এই আগ্রহ ও উচ্ছ্বাসের প্রতি সুবিচার করতে চান জামালরাও। আসন্ন হংকং ম্যাচে দর্শকদের জয় উপহার দিতে চায় লাল-সবুজের দল।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাটিতে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছিল হামজা-জামালরা। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে দর্শকদের এই আগ্রহ ও উচ্ছ্বাসের প্রতি সুবিচার করতে পারেননি জামালরা। হামজা-সামিত সোমদের নিয়েও ঘরে মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল দলটি।
এবার বাংলাদেশের সামনে শক্তিশালী হংকং। বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের৷ ম্যাচটি সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আজ (সোমবার) থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার এই ম্যাচ নিয়ে জামাল বলেন , ‘দলের সবাই ফিট আছে, তারা পরের ম্যাচের জন্য তৈরি। পরের ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার। সত্যি বলতে এই ম্যাচে যদি হেরে যাই তবে কোয়ালিফাই করার আর সুযোগ থাকবে না।’
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঘরের মাটিতে। তাই সিঙ্গাপুর ম্যাচের মতো এই ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। যেটার আঁচ পাওয়া গেছে ম্যাচের টিকিট বিক্রি শুরুর পরেই। গতকাল অনলাইনে টিকিট ছাড়া আধা ঘণ্টার মধ্যেই ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তাই যারা এত আগ্রহ নিয়ে এত টাকা খরচ করে খেলা দেখতে আসবেন, তাদের হতাশ করতে চান না জামাল।
এই মিডফিল্ডার বলেন, ‘টাকা খরচ করে খেলা দেখতে এসে দর্শকেরা তো কিছু পেতে এসেছে তাই না। আর সেটা হলো ৩ পয়েন্ট। হংকংয়ের বিপক্ষে আমরা এই মূল্যবান ৩ পয়েন্ট পেতে চাই।’
হংকং ম্যাচের ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছেন ২০ ফুটবলার। বাকিরাও যোগ দিবেন শিগগিরই। আগামীকাল যোগ দেয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের। লেস্টার সিটির হয়ে ৪ অক্টোবর ম্যাচ আছে হামজার। ম্যাচটি শেষ করে ৬ অক্টোবর দলে যোগ দেবেন তিনি। অন্যদিকে সামিতের ক্লাব কাভার্লি এফসির ম্যাচ আছে ৫ অক্টোবর। তার যোগ দেওয়ার কথা রয়েছে ৭ অক্টোবর।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি
