Connect with us
ফুটবল

৩০ মিনিটেই শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের ১৯ হাজার টিকিট

Bangladesh–Hong Kong match tickets sold out in just 30 minutes
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

গত জুনে পুরোনো রূপ ফিরে পায় ঢাকা জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশের ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে আবির্ভূত হয়। শুরুতে বাংলাদেশ-ভুটানের প্রীতি ম্যাচ এবং পরে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি ছিল অবিশ্বাস্য।  

এবার বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের দল। এই ম্যাচটি ঘিরে দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যার ছিটেফোঁটা দেখা গেল টিকিট বিক্রির মধ্য দিয়েই।

বাংলাদেশ ও হংকং ম্যাচ সামনে রেখে আজ (রোববার) বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। অনলাইনে টিকিট ছাড়ার পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। বাফুফের দাবি, মাত্র ৩০ মিনিটেই স্টেডিয়ামের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ মিলিয়ে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।



এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম, সব বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর পেমেন্ট ইস্যু বা অন্যান্য কারণে আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারিতে আসন ১৮ হাজার এবং ক্লাব হাউজে ১ হাজার। সব মিলিয়ে ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছিল ৪০০ টাকা। আর ক্লাব হাউজের টিকিটের মূল্য ২৫০০ টাকা। এছাড়া ভিআইপিসহ অন্যান্য ক্যাটাগরির টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। খুব শিগগিরই সেগুলোও ছাড়া হবে।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল