Connect with us
ক্রিকেট

আফগানদের বিপক্ষেও নেতৃত্বে জাকের, দলে ফিরছেন সৌম্য

Bangladesh Team
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপের মতোই লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। 

পাঁজরের চোটে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পাওয়া যায়নি লিটনকে। এশিয়া কাপের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। তার জায়গায় আফগানিস্তান সিরিজে দলে ফিরছেন ওপেনার সৌম্য সরকার।

এনসিএল টি-টোয়েন্টি লিগে খুলনার হয়ে ব্যাট হাতে দারুন সময় পার করছেন সৌম্য। এখন পর্যন্ত রাজশাহীর বিপক্ষে ৩৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস এবং ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি।



অন্যদিকে দীর্ঘমেয়াদী চোটে পড়েছেন অধিনায়ক লিটন। টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত ২২ সেপ্টেম্বর অনুশীলনে চোট পান লিটন। তাৎক্ষণিক ভাবে টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জানানো হয় লিটনের চোট তেমন গুরুতর নয়। কিন্তু ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাকে। তার অনুপস্থিতিদের দলকে নেতৃত্ব দেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী।

লিটনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘লিটন এশিয়া কাপের শেষ দুই ম্যাচ মিস করেছে সাইড স্ট্রেইনের জন্য। এমআরআই স্ক্যানে দেখা গেছে তার বাম পাশে অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য ফিট নন। আমাদের মেডিকেল টিম তার সার্বিক তত্ত্বাবধান করবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে। ‘

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। পরবর্তীতে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

 

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট