
নানা জলঘোলা শেষে সমাপ্ত হয়েছে এশিয়া কাপ। তবে সে টুর্নামেন্টের ট্রফি বিতরণী অনুষ্ঠানের নাটকীয়তা যেন এখনো চলমান। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে তখন শিরোপা গ্রহণ করেননি ভারতীয় ক্রিকেটাররা। এবার সেই ট্রফি পেতে চাওয়ায় ভারতকে শর্ত জুড়ে দিলেন নাকভি। অন্যথায় এই চ্যাম্পিয়ন শিরোপা প্রদান করতে অস্বীকৃতি জানান তিনি।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সেই প্রতিবেদন অনুযায়ী, ট্রফি পেতে হলে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেই ব্যক্তিগতভাবে এসিসির দুবাই সদর দপ্তরে হাজির হতে হবে। আর সেখানে নাকভির হাত থেকেই সেটা গ্রহণ করতে হবে। এছাড়া কোনও প্রতিনিধি বা বোর্ড কর্মকর্তা গেলে এই ট্রফি দেয়া হবে না বলেও জানানো হয়।
গতকাল মঙ্গলবার এসিসির সভায় এই ট্রফি বিতর্কের বিষয়টি আলোচনায় উঠে আসে। পাকিস্তানি চ্যানেল জিও সুপার জানিয়েছে, বৈঠকে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা একাধিকবার ভারতের হাতে ট্রফি তুলে দেয়ার জন্য নাকভিকে অনুরোধ করেন। এটি এই সভার আলোচ্য বিষয় নয়, শুরুতে এমন বলা হলেও শেষ পর্যন্ত ভারতকে শর্ত জুড়ে দেন নাকভি— সূর্যকুমারকে দুবাইয়ে এসে ট্রফি গ্রহণ করতে হবে।
সভায় নাকভিকে উদ্দেশ্য করে শুক্লা বলেন, ‘ট্রফি আপনার ব্যক্তিগত সম্পদ নয়। তাই এটিকে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। ভদ্রভাবে ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে।’ কিন্তু নাকভি শর্তে অনড় থাকায় শুক্লা এবং বোর্ড সদস্য অশিষ শেলার সভা ছেড়ে বেরিয়ে যান। এতে করে সভায় অচলাবস্থা তৈরি হয়। তবে জানানো হয় ট্রফি বিতর্কের বিষয়ে পরবর্তীতে আলোচনা সভা ডাকা হবে।
এসিসি চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি এদিন ট্রফি বিতর্কের বিষয়ে ভারতকেই দায়ী করেন। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দল মৌখিকভাবে জানিয়েছিল তারা তার হাত থেকে ট্রফি নিতে চায় না, কিন্তু লিখিত কিছু জানায়নি। তাই তিনি মঞ্চে অপেক্ষা করছিলেন নাকভি। সে সময় সকলের সামনে দাঁড়িয়ে থাকতে নিজেকে কার্টুনের মত লাগছিল বলেও উল্লেখ করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস
