Connect with us
ক্রিকেট

ফাইনালে ভারতকে হারানোর পরিকল্পনা জানালেন পাকিস্তান কোচ

Pakistan coach reveals plan to defeat India in the final.
এশিয়া কাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। আগামীকাল (রোববার) দুবাইয়ে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দুই দল। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের আগে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। 

এবারের এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ৬ ম্যাচেই জয় পেয়েছে ভারত। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছে তারা। আর দুইবারই হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া।

গ্রুপ পর্বের ম্যাচে বাজেভাবে হেরেছিল পাকিস্তান। আগে ব্যাট করে টেনেটুনে ১২৭ রানের পুঁজি পেয়েছিল তারা। জবাবে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচটি জিতে নিয়েছিল ভারত। তবে সুপার ফোরের ম্যাচে ব্যাটিংয়ে ভালো করেছিল পাকিস্তান। আগে ব্যাট করে ২০ ওভারে ১৭১ রান করেছিল তারা। তবে ভারত ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।



প্রথম ম্যাচটা ছিল পুরোপুরি একপেশে। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল। আর এই বিষয়টাকেই ইতিবাচক হিসেবে দেখছেন হেসন। তার মতে, প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে উন্নতি করেছিল পাকিস্তান।

হেসন বলেন, ‘আমরা সুপার ফোরে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে আমার মনে হয় প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ছেলেরা বেশকিছু জায়গায় নিষ্ক্রিয় ছিল। যে কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের কাছে।’

বর্তমানে বিশ্বের শীর্ষ দল ভারত। তাদেরকে হারানো পাকিস্তানের পক্ষে মোটেও সহজ হবে না। তবে ভারতকে দীর্ঘ সময় চাপে রাখতে পারলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন হেসন, ‘এই ধরনের ম্যাচে সব সময়ই আবেগ থাকে। ভারতকে দীর্ঘ সময়ের জন্য চাপে রাখতে হবে। এজন্য আমাদের যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে হবে। তারা বিশ্বের শীর্ষ দল হওয়ার কারণ আছে। তাদের চাপে রাখতে হবে। তবে এটা হবে আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং।’

আগামীকাল (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট