Connect with us
ক্রিকেট

হারিস-ফারহানের সাথে দুঃসংবাদ পেলেন সুর্যকুমারও

জরিমানা করা হয়েছে সূর্যকুমার ও হারিসকে, সতর্কতা পেয়েছেন ফারহান। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপপর্ব ও সুপার ফোর পেরিয়ে এবার মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দেখা যাবে তাদের লড়াই। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত আচরণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তোলে দুই দেশের ক্রিকেট বোর্ড—বিসিসিআই ও পিসিবি। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত শুনানিতে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান অবশ্য শাস্তি এড়ালেও সতর্কবার্তা পেয়েছেন।

সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটির পর ফারহানের ‘গানশট’ উদযাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। বিসিসিআই অভিযোগ করে এটি রাজনৈতিক বার্তা বহন করছে। তবে ফারহান দাবি করেন, তার উদযাপন পুরোপুরি ক্রিকেটীয় রীতি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি আরও জানান, অতীতে ধোনি ও বিরাট কোহলিও একই ভঙ্গিতে উদযাপন করেছেন।



অন্যদিকে একই ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬-০’ ইশারা দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার মতো অঙ্গভঙ্গি করেন। নেটিজেনরা এটিকে ভারতের সামরিক বাহিনীকে ব্যঙ্গ করার ইঙ্গিত হিসেবে দেখেছেন। এর আগেই গ্রুপপর্বের ম্যাচে জয়কে ভারতের সেনাদের উৎসর্গ করেছিলেন সূর্যকুমার, যেটি রাজনৈতিক বার্তা উল্লেখ করে আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ক্রিকেটাররা দোষ স্বীকার করলে শুনানি ছাড়াই সিদ্ধান্ত হয়। কিন্তু তিনজনই নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করায় দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সূর্যকুমার ও রউফের বক্তব্য আইসিসির কাছে সন্তোষজনক মনে হয়নি। এর ফলেই এসেছে জরিমানার সিদ্ধান্ত। সূর্যকুমারের শাস্তির বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে বিসিসিআই

তবে বিতর্ক আর জরিমানার মধ্যেই আগামীকাল রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ নিয়ে এবারের আসরেই তিনবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। প্রথম দুবারের দেখায় দুবারই উড়ে গেছে পাকিস্তান। ফাইনালে কী তারা প্রতিশোধ নিতে পারবে?

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট