Connect with us
ক্রিকেট

শানাকার আউট নিয়ে বিতর্ক, ভারতকে নিয়ম শেখালেন গাজী সোহেল

আইসিসির অদ্ভূত নিয়ম না জানায় আউট করেও পায়নি ভারত। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারত-শ্রীলঙ্কার লড়াইটা বেশ জমেছিল। এই ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। এবং সেখানে দেখা গেল এক বিরল ও নাটকীয় ঘটনা। সুপার ওভারের চতুর্থ বলে একই সঙ্গে রানআউট ও কট বিহাইন্ডের শিকার হয়েও সাজঘরে ফেরা লাগেনি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার। অদ্ভুত নিয়মের সুবিধা পাওয়ায় আউট পায়নি ভারত।

শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ওভারে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বলটি ব্যাট লাগাতে ব্যর্থ হন শানাকা। উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের হাতে বল যাওয়ার পর আর্শদীপ কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল আঙুল তোলেন। কিন্তু মুহূর্তেই স্যামসন আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প ভেঙে দেন এবং শানাকা ক্রিজের বাইরে ছিলেন, যা নিশ্চিতভাবেই রানআউট ছিল।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ম্যাচ অফিশিয়ালরা। ছিলেন বাংলাদেশের গাজী সোহেলও

 



ওদিকে আম্পায়ার কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেয়ার সঙ্গে সঙ্গেই শানাকা রিভিউ নেন। আইসিসির প্লেয়িং কন্ডিশনের নিয়মানুযায়ী, কোনো বলে আম্পায়ার আউট ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে বলটি ‘ডেড’ হয়। পরে সিদ্ধান্ত উল্টে গেলেও সেই ডেড বলের অবস্থা বদলায় না। রিপ্লেতে দেখা যায়, শানাকার ব্যাটে বল লাগেনি, তাই কট বিহাইন্ডের সিদ্ধান্ত বাতিল হয় এবং তিনি নট আউট হন। অন্যদিকে বলটি আম্পায়ারের প্রথম আউটের ঘোষণার কারণে ডেড হয়ে গিয়েছিল, তাই শানাকা নিশ্চিত রানআউট বিবেচনায় আসেনি।

যদিও এরপরও লাভ হয়নি। পরের বলেই ডিপ থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হন শানাকা। পরে সুপার ওভারে মাত্র ৩ রানের লক্ষ্য ভারত ১ বলেই ছুঁয়ে ফেলে ম্যাচটি জিতে নেয়। কিন্তু বাংলাদেশি এই আম্পায়ারের কারণে এক বলে দুইবার আউট করেও সফল হয়নি ভারত। এ ঘটনা হয়তো তারা অনেকদিন মনে রাখবে।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট