Connect with us
ক্রিকেট

বিদায় নিয়ে নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করলেন জাকের

Bangladesh batting collapse against Pakistan
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ছবি- ক্রিকইনফো

‘ডু অর ডাই’ ম্যাচে গতকাল পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। প্রতিপক্ষের দেয়া ১৩৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয় পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

এদিন ম্যাচ শেষে হারের দায় নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। তিনি বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। তবে গতকাল (ভারত ম্যাচে) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’ 

ইনজুরির কারণে সর্বশেষ গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি টাইগারদের ইনফর্ম অধিনায়ক লিটন কুমার দাস। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের। অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে এবং দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছি। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’



টুর্নামেন্টে বোলারদের প্রশংসা করার পাশাপাশি দুজন ক্রিকেটারের কথা বিশেষভাবে বলেছেন জাকের আলী, ‘বোলাররা আমাদের (গর্বিত করেছে), তবে এর বাইরে বিশেষ করে রিশাদ-সাইফের কথা বলব। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন জোগাতে পারিনি। তবে এই টুর্নামেন্টে আমাদের বোলাররা অনেক ভালো খেলেছে।’

উল্লেখ্য, সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনার পরেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। আগামী রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই বিগ ম্যাচের আগে আজ রাতে সুপার ফোরের শেষ নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট