Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যেতে ১৩৬ রান দরকার বাংলাদেশের

Bangladesh vs Pakistan
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন। ছবি- এসিসি

এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে পাকিস্তান। ফাইনালে যেতে ১২০ বলে ১৩৬ রান প্রয়োজন বাংলাদেশের। 

এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে আগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে তারা। ইনিংসের শুরু থেকেই একের পর উইকেট নিয়ে তাদের চাপে ফেলে দেয় টাইগাররা।

প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দলীয় ৪ রানেই মারকুটে ওপেনার সাহিবজাদা ফারহানকে ফেরান এই পেসার। ৪ বলে ৪ রান করে ফেরেন তিনি। পরেই ওভারেই আঘাত হানেন শেখ মেহেদি। তার শিকার সাইম আইয়ুব। ৩ বল খেলে কোনো রান না করেই ফেরেন এই ব্যাটার।



এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলী আগা। এই জুটিতে পাওয়ার-প্লে শেষ করেন তারা। তবে সপ্তম ওভারে তৃতীয় আঘাত হানে বাংলাদেশ। নিজের প্রথম স্পেলে এসেই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তার শিকার অভিজ্ঞ ফখর। ২০ বলে ১৩ রান করে বিদায় নেন এই তারকা।

রিশাদ তার দ্বিতীয় স্পেলে এসে ফের উইকেট তুলে নেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা হুসেইন তালাত ক্যাচ তুলে দিয়ে ফেরে। প্যাভিলিয়নে ফেরার আগে ৭ বলে ৩ রান করেন এই ব্যাটার। এরপর ১১তম ওভারে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটে। এবার সালমান আলী আগাকে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক।

এর শাহিন আফ্রিদি এসে মারকুটে ভঙ্গিতে খেলতে শুরু করেন। তবে তিনি বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাসকিনের শিকার হয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৯ রান করেন এই তারকা।

এরপরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজ। সপ্তম উইকেটে ২৪ বলে ৩৮ রান যোগ করেন তারা। তাতেই একশো পেরিয়ে চ্যালেঞ্জিং লক্ষ্যের দিকে এগোতে থাকে দলটি। ইনিংসের ১৮তম ওভারে ১০৯ রানের মাথায় হারিসকে ফিরিয়ে এই বিপজ্জনক জুটি ভাঙেন শেখ মেহেদি। ২৩ বলে ৩১ রান করে ফেরেন তিনি।

পরবর্তীতে নাওয়াজ ফিরে যান ১২০ রানের মাথায়। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২৫ রান করেন এই ব্যাটার। শেষদিকে ফাহিম আশরাফের ৯ বলে ১৪ রানের ক্যামিওতে ১৩৫ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। রিশাদ ১৮ রান খরচায় শিকার করেন ২টি উইকেট। এছাড়া শেখ মেহেদি ২৮ রান ২টি এবং মুস্তাফিজ ৩৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট