
আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। এবারের বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএস কাউন্সিলর হিসেবে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে নির্বাচনে তার অংশগ্রহণ ঘিরে বেশকিছু বিতর্কও তৈরি হয়েছে।
সাবেক ক্রিকেটার হালিম শাহ তামিমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, তামিম একজন রানিং ক্রিকেটার। তাই তিনি বোর্ড কর্মকর্তা হতে পারেন না। তাছাড়া ওল্ডডিওএইচএস ক্লাবের সাথেও তামিমের কোনোরকম সম্পৃক্ততা নেই বলে অভিযোগ তুলেছেন এই কানাডা প্রবাসী সাবেক।
যদিও তামিমের বিষয়ে এই অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন হালিম। তাহলে তামিমকে নিশ্চয়ই অন্য কেউ এসব করছেন। আর এই বিষয়টা তুলে ধরেই নির্বাচন নিয়ে নোংরামি না করার অনুরোধ করেছেন। তার প্রত্যাশা বিসিবিতে অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন হবে।
আজ (বৃহস্পতিবার) ছিল বিসিবি নির্বাচন নিয়ে আপত্তিসমুহের শুনানির দিন। আজ দুপুরে তামিম এসব অভিযোগের বিষয় ও অন্যান্য বিতর্ক নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে বিসিবিতে আসেন। আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নির্বাচন নিয়ে নোংরামি না করার অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘এই জিনিসগুলো বার বার কেন করা হচ্ছে সবাই জানে। এটা নির্বাচনে একটা পক্ষকে দুর্বল করার জন্য করা হচ্ছে। এতটাই খারাপ সময় এসে গেল যে, আপনারা জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য ক্রিকেটারের জীবনের সঙ্গে খেলা শুরু করলেন!’
‘আমি সিনিয়রদের থেকে শুনেছি, বোর্ডের ইতিহাসে এত নোংরামি তাঁরা কোনোদিন দেখেননি। কিন্তু এবার যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, এটা একটা ইতিহাস হয়ে যাবে। আর এই জিনিসগুলো পরবর্তীতেও হবে। দয়া করে এই জিনিসগুলো আপনারা কইরেন না। সুষ্ঠুভাবে নির্বাচনটা করেন।’
নির্বাচন সামনে রেখে বেশ চাপে আছেন তামিম। তবে তিনি চেষ্টা করছেন ভয়ডরহীন থাকার, ‘আমি ভয়ডরহীন ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার ওপরে অনেক চাপ আছে। আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এটা কেন হতে পারে, এটা আপনারা খুব ভালো করেই বোঝেন।’
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/বিটি
