
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্কের শেষ কোথায়! হ্যান্ডশেক কান্ড, ম্যাচ রেফারিকে নিয়ে পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিল এবং এই বিতর্কের তালিকায় সবশেষ সংযোজন ফখর জামানের বিতর্কিত ক্যাচ আউট। এবার সেই আউট নিয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি।
নানা বিতর্ক ছাপিয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে গতকাল (রোববার) মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে মাঠে গড়ানোর পর আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে এই ম্যাচ। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ওপেনার ফখর জামান। তবে তার ক্যাচ নিয়ে চলছে বিতর্ক।
ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারে। তখন বোলিংয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের তৃতীয় বলটি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ উঠে যায়। তখন বলটি তালুবন্দি করেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। এরপরেই ভারতীয় খেলোয়াড়েরা উদযাপন শুরু করেন।
তবে আম্পায়রা নিশ্চিত ছিলেন না, বলটি স্যামসন ঠিকভাবে তালুবন্দি করেছিলেন নাকি গ্লাভসে বন্দি হওয়ার আগে মাটিতে পড়েছিল। যে কারণে তারা টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। এরপর টিভি আম্পায়ার ক্যাচটি পর্যালোচনা করে আউটের সিদ্ধান্ত দেন।
কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি ফখরের। এ নিয়ে তিনি মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। ধারাভাষ্যকাররাও এই আউট নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। পরবর্তীতে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। কারো কারো কাছে ক্যাচটি বৈধ, আবার কেউ কেউ আউটের বিপক্ষে মত দিয়েছেন।
তবে এই আউটের সিদ্ধান্ত পছন্দ হয়নি পিসিবিরও। তাই তারা অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছে। সূত্রের বরাত দিয়ে টেলিকম এশিয়া ডটনেট জানিয়েছে, ‘আউটের সিদ্ধান্তের পরেই পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আপত্তি জানান। কিন্তু বিষয়টি তার অধিকারের বাইরে বলে জানানো হয়। এরপর থার্ড আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসিকে একটি ই–মেইল পাঠিয়েছিলেন চিমা।’
গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি
