Connect with us
ক্রিকেট

বাংলাদেশসহ প্রত্যেক দলের ভারতকে হারানোর সামর্থ্য আছে : সিমন্স

ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

সুপার ফোরের শুরুটা দারুন ভাবে করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে শ্রীলঙ্কাকে। এবার এই রাউন্ডের পরবর্তী ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের। আগামীকাল সেই ম্যাচে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ভারত ম্যাচের আগে বাংলাদেশের সামর্থের কথা জানিয়েছেন টাইগারদের এই কোচ। বলেছেন নিজেদের আত্মবিশ্বাসী থাকার কথা। এছাড়া ভারতকে চাপে ফেলে ভুল করতে বাধ্য করার কৌশলের কথা জানিয়েছেন তিনি। ভারত এই টুর্নামেন্টের শক্তিশালী দল হলেও বাকি প্রত্যেকটি দলেরই সামর্থ্য রয়েছে তাদের হারানোর, এমনটাই মনে করেন ফিল সিমন্স। 

বাংলাদেশের ভারতকে হারানোর সামর্থ্য আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘(বাংলাদেশসহ) প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’



ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ পেলে তা কাজে লাগানোর কথা বললেন সিমন্স, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই পরাজয় বরণ করেছিল। এদিকে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ দল টুর্নামেন্টে এখন পর্যন্ত রয়েছে অপরাজেয়। সেই ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে আসরের ফাইনালের পথে।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট