
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মুখে ত্বকের ক্যান্সারের প্রাথমিক উপসর্গ প্রথম ধরা পড়েছিল ২০০৬ সালে৷ এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন তিনি। ওই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের স্বাস্থ্যসংক্রান্ত আপডেট জানিয়েছেন এই তারকা৷
সর্বশেষ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্লার্ক লিখেছেন, অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যান্সার এখন খুবই সাধারণ একটি বিষয়। আজ আবারও আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করা হয়েছে। সবার কাছে আমার অনুরোধ, নিয়মিত নিজের ত্বক পরীক্ষা করুন। প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।
এর আগেও ২০১৯ সালে কপাল থেকে ক্যান্সারের টিস্যু অপসারণের কথা জানিয়েছিলেন ক্লার্ক।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ৭নিউজ জানিয়েছে, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সূর্যের নিচে কাটানো সময়ই ক্লার্কের অসুস্থতার অন্যতম কারণ। জাতীয় দলের হয়ে তিনি ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়াও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। তাই বাইরে বের হলে ত্বক ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই অজি অধিনায়ক।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/এমএ
