
দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ২০ লিগের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে মাহমুদুল্লাহ ছাড়াও আরো ২২ বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এসএ২০ লিগের চতুর্থ। নতুন আসর সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলা চলে যাবেন তিনি। এ কারণেই এবার বিদেশি লিগে নাম দিয়েছেন এই তারকা। তবে ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহর বাইরে বাকি ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
এখন পর্যন্ত কেবল একটি বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলার সৌভাগ্য হয়েছে মাহমুদউল্লাহর। পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ২০১৭ ও ২০১৮ আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের জার্সিতে খেলেছিলেন তিনি। এবার নতুন আরেকটি লিগে খেলার খুঁজছেন এই অলরাউন্ডার। তবে ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি দলে ভেড়ালেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
এদিকে ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন ইংল্যান্ড থেকে। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন। এ ছাড়া জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া-কানাডা-নেপালের তিনজন করে এবং কম্বোডিয়া-উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও ড্রাফটে নাম দিয়েছেন।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এসএ২০ লিগের চতুর্থ আসর। এবারের আসরে ৬টি দল অংশ নেবে।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি
