Connect with us
ক্রিকেট

৫০০ উইকেটের পর এবার আরেকটি কীর্তির সামনে সাকিব

After 500 wickets, Shakib is now on the verge of another feat
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪ বার ম্যাচসেরা হয়েছেন সাকিব। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। পাশাপাশি ব্যাট হাতেও রয়েছে তার ৭ হাজার রান। সেই হিসেবে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

রোববার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে ৫০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন সাকিব। বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। পাশাপাশি ব্যাট হাতেও ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলেন।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। একইসঙ্গে ম্যাচসেরার পুরস্কারটিও উঠে তার হাতে। তাতে আরেকটি কীর্তিতে নাম লেখিয়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচসেরা ক্রিকেটারদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন এই অলরাউন্ডার।



স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪ বার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাকিব। তাতে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে সেরা পাঁচে অবস্থান করছেন তিনি। রাসেলও ৪৪ বার ম্যাচসেরা হয়েছেন। তবে সাকিবের অনেক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৫৬৪ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন রাসেল। অন্যদিকে সাকিব ৪৫৭ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন।

এই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন এই তারকা ব্যাটার। তালিকার দুইয়ে আছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ৪৮৬ ম্যাচ খেলে ৪৮বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই মারকুটে ব্যাটার।

এছাড়া তিন ও চারে আছেন যথাক্রমে কাইরন পোলার্ড ও অ্যালেক্স হেলস। ৭১০ ম্যাচে খেলে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন ক্যারিবিয়ান তারকা পোলার্ড। অন্যদিকে ৫০৬ ম্যাচে ৪৫ বার ম্যাচসেরা হয়েছেন হেলস।

এই তালিকায় গেইলকে ছাড়িয়ে শীর্ষে উঠতে অনেক দূর পাড়ি দিতে হবে সাকিবকে। তবে ম্যাক্সওয়েল, পোলার্ড ও হেলসের ছাড়িয়ে সেরা দুইয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে সাকিবের সামনে। এখন দেখার পালা কতদূর যেতে পারেন এই টাইগার অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট