
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবশেষ আসরে ফাইনাল খেলেছিল বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। গত আসরে শিরোপা হাতছাড়া হলেও এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র দুই জয় নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের দল।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল এক ম্যাচ হাতে রেখেই। গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) নিজেদের পঞ্চম ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৩ উইকেটে হেরে যায় সোহানরা। তাতেই বিদায় ঘণ্টা বেজে যায় সোহানদের।
তবে টুর্নামেন্ট শেষ করা আগে শেষটাও জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। আজ (শনিবার) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সোহানরা। এতে ৬ ম্যাচের মধ্যে ৪ হারের বিপরীতে মাত্র ২জয় নিয়েই টুর্নামেন্ট শেষ হলো গত আসরের রানার্সআপদের।
এদিন ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের টস জিতে ব্যাট করতে নেমে বড় পুঁজিই পেয়েছিল বাংলাদেশ। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছিল সোহানরা। তবে বড় লক্ষ্য পেয়েও অ্যাডিলেডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। ম্যাকেনজি হার্ভির কাছেই হার মেনেছেন রাকিবুল-মৃত্যুঞ্জয়রা। ম্যাকেনজির সেঞ্চুরিতে ভর করে ১৮.১ ওভারে ৩ উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।
সেঞ্চুরি হাকিয়ে ১০২ রান করে অপরাজিত ছিলেন ম্যাকেনজি। ৫৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া আরেক ওপেনার জেইক উইন্টার ৩৫ বলে ৩৫ এবং হ্যারি ম্যানেতি ১৪ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ২টি এবং মৃত্যঞ্জয় চৌধুরি একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫০ রান করেন জিশান আলম। তবে এক রানের জন্য ফিফটি মিস করেন আফিফ। ২৩ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ইয়াসির আলি ১৫ বলে ২৫ এবং নাঈম শেখ ও সাইফ হাসান সমান ১৫ রানের ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ‘এ’: ১৭৫/৪ (২০ ওভার)
অ্যাডিলেড স্ট্রাইকার্স: ১৭৯/৩ ( ১৮.১ ওভার)
ফলাফল: অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী
প্রসঙ্গত, গ্রুপ পর্বে বাংলাদেশের দুটো জয় এসেছিল নেপাল ও নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে পাকিস্তান শাহীনস, পার্থ স্কর্চার্স, মেলবোর্ন স্টার্স ও সবশেষ ম্যাচে অ্যাডিলেডের বিপক্ষে হারলো সোহানরা।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/বিটি
