
অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানি ক্রিকেটারের নামে স্ট্যান্ড! প্রথমে মনে হতে পারে পাকিস্তানের সাবেক কোনো কিংবদন্তি ক্রিকেটারের নামে স্ট্যান্ড। তবে সাবেক নয়, বর্তমানে পাকিস্তান জাতীয় দলে খেলছেন, পেসার হারিস রউফের নামে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি স্ট্যান্ড বরাদ্দ করা হয়েছে।
হারিস রউফের নামে এমসিজিতে একটি স্ট্যান্ড বরাদ্দ করেছে বিগ ব্যাশের নিয়মিত দল মেলবোর্ন স্টার্স। গত কয়েক আসর ধরেই বিগ ব্যাশে এই দলটির হয়ে খেলছেন রউফ। পাকিস্তানের এই পেসারের প্রতি সম্মান জানাতেই উদ্যোগ নিয়েছে দলটি।
রউফের নামে স্ট্যান্ড করায় অস্ট্রেলিয়ায় থাকা পাকিস্তানি সমর্থকেরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন, এমনটাই প্রত্যাশা করছে মেলবোর্ন স্টার্স। এ প্রসঙ্গে মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট বলেন, ‘আমরা চাই পাকিস্তানি সমর্থকেরা স্টেডিয়ামে এসে আমাদের ম্যাচ উপভোগ করুক এবং তাদের ঐতিহ্য তুলে ধরুক।’
বিগ ব্যাশের আগামী আসর থেকেই রউফের নামে একটি স্ট্যান্ড থাকবে এমসিজিতে। এই স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে ‘হাউজ অব রউফ’।
আগামী ১৪ ডিসেম্বর বিগ ব্যাশের নতুন আসরের পর্দা উঠবে। এটি হতে যাচ্ছে ১৫তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্সের জার্সিতে মাঠ মাতাবেন হারিস। এ নিয়ে পঞ্চম আসরে দলটির হয়ে খেলতে যাচ্ছেন এই পাকিস্তানি পেসার।
উল্লেখ্য, জাতীয় দলে অভিষেকের আগেই মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হয়েছিল হারিসের। নিজের অভিষেক আসরেই হ্যাটট্রিক করেছিলেন এই পেসার। চার আসরে সব মিলিয়ে ২২ ম্যাচ খেলে ৭.৭৫ ইকোনমি ও ১৬.৩৩ গড়ে ৩৬ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি
