
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসন্ন এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। তাই গ্রুপ পর্বেই দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে বড় শঙ্কা ছিল।
অবশেষে ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটেছে। এশিয়ার শীর্ষ পর্যায়ের এই ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো আপত্তি নেই ভারতের। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‘ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসরসংক্রান্ত নীতি’র কথা তুলে ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে, সেটা হোক ভারতে কিংবা বিদেশের মাটিতে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত প্রথা এবং আমাদের নিজেদের খেলোয়াড়দের স্বার্থেই কাজ করে থাকি। ভারতও আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের একটি বিশ্বাসযোগ্য ভেন্যু। সে হিসেবে যেসব আন্তর্জাতিক আসরে পাকিস্তানি দল বা খেলোয়াড়রা অংশ নেয়, সেখানে ভারতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রাও অংশ নেবেন। একইভাবে, ভারতে কোনো বহুজাতিক ক্রীড়া আসর আয়োজিত হলে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলোও অংশ নিতে পারবে।’
বিভিন্ন টুর্নামেন্টের ম্যাচগুলোতে পাকিস্তানের বিপক্ষে ভারত খেললেও দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে আগের অবস্থানেই আছে ভারত সরকার। অর্থাৎ আগামীতেও কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না। পাকিস্তানে কোনো সিরিজ খেলতে যাবে না ভারত। একইভাবে পাকিস্তান দলও ভারতে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না।’
আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। এরপর ১৪ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি
