
গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই পাকিস্তানের ধারাবাহিক পারফরর্মার ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল এই দুই ব্যাটারের। তবে সাম্প্রতিক সময়ে ধীরগতির ইনিংসের কারণে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বিবেচনার বাইরে বাবার ও রিজওয়ান।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ সিরিজের পর থেকেই টি-টোয়েন্টি দলের বাইরে আছেন বাবর ও রিজওয়ান। আসন্ন এশিয়া কাপেও পাকিস্তান দলে জায়গা হয়নি এই দুই ব্যাটারের। জাতীয় দলের জায়গা না পাওয়ায় এই সময়টা হয়ত বিশ্রামেই কাটবে বাবরের। তবে ফাঁকা সময়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন রিজওয়ান। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লিখিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টুর্নামেন্টের বাকি অংশে এই ফ্রাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাবেন এই পাকিস্তানি তারকা।
মূলত ফজলহক ফারুকির পরিবর্তে রিজওয়ানকে দলে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এশিয়া কাপের আগে পাকিস্তান ও আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজ খেলতে জাতীয় দলে যোগ দেবেন ফারুকি। এ কারণে বাকি সময়ের জন্য রিজওয়ানকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
প্যাট্রিয়টসে যোগ দিয়ে আরো দুই সতীর্থকে পাবেন রিজওয়ান। এই ফ্রাঞ্চাইজির হয়ে এরই মধ্যে খেলছেন দুই পাকিস্তানি পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি।
জয় দিয়ে চলতি আসর শুরু করেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তবে পরের তিন ম্যাচে টানা হেরেছে ফ্রাঞ্চাইজিটি। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে দলটি।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি
