
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক আলপি আক্তার। জোড়া গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর নিজের অনুভূতি ও পরবর্তী লক্ষ্য জানিয়েছেন তিনি।
বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এর মধ্যে দুই গোলই করেন আলপি। ম্যাচ শেষে তিনি বলেন, মনে অনেক ভালো লাগছে যে ম্যাচে দুইটা গোল করতে পারছি। এটা সম্ভব হয়েছে আমার টিমমেটদের জন্য। তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এজন্য আমি গোল করতে পেরেছি এবং ম্যাচ জিতেছি।
তবে নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন এই তরুণ ফরোয়ার্ড। আবহাওয়ার কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি বলে উল্লেখ করেন তিনি। বলেন, আরও ভালো করা যেত। কিন্তু ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এজন্য পরের ম্যাচে লক্ষ্য থাকবে আরও ভালো খেলার।
আগামী ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেই লড়াই নিয়েও প্রস্তুতির কথা জানান আলপি আক্তার। বলেন, ভারতের কিছু খেলোয়াড় অনেক দ্রুতগতির। তাদের আটকাতে হবে। আমাদেরও স্কোর করতে হবে। চেষ্টা থাকবে ম্যাচটা জেতার জন্য সর্বোচ্চটা দেওয়া।
আগামী শুক্রবার (২২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/এনজি
