Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারের পর যা বললেন অধিনায়ক জ্যোতি

What captain Joty said after the loss to the U-15 boys
অনূর্ধ্ব-১৫ যুবাদের সঙ্গে হার প্রসঙ্গে কথা বলেছেন জ্যোতি। ছবি- বিসিবি

উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৮৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী লাল দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের নারী লাল দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে এমন হারে পর জ্যোতি বলেন, এটা ভালো হয়েছে অন্তত নতুন কোনো প্রতিপক্ষের সাথে খেলা হয়েছে।

উইমেন্স চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে নারী সবুজ দলকে ৩২ রানে হারিয়েছিল নারী লাল দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হেরে গেছেন জ্যোতিরা। বুধবার (২০ আগস্ট) সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।



যদিও এমন হারের পর চিন্তিত নন জ্যোতি। নতুন কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারাটাকেই প্রাধান্য দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ম্যাচশেষে জ্যোতি বলেন, ‘অন্তত একটা ভালো সুযোগ পেয়েছি। আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেললে অনেক সহজ হয়ে যায়, যেহেতু সবাই চেনা। যখন নতুন কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, তখন নতুন একটা চ্যালেঞ্জ থাকে। আজকে তো বুঝতেই পারলাম জিনিসটা কি।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে আইসিসির এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে কোনো আন্তর্জাতিক সূচি নেই নারী দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য একটি বিকল্প পথ বেছে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নারী ক্রিকেটারদের মধ্যে থেকে দুটি দল (লাল ও সবুজ) এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে একটি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। ৩ দলের এই চ্যাম্পিয়নশিপের নাম দেয়া হয়েছে উইমেন্স চ্যালেঞ্জ কাপ। গত ১৮ আগস্ট শুরু হয়ে ২৮ আগস্ট পর্যন্ত মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট