
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস। এই সিরিজকে সামনে রেখে আজ (বুধবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
বাংলাদেশ সফরে ডাচদের নেতৃত্বে থাকবেন দলের নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া বিক্রমজিত সিং, আরিয়ান দত্ত, ম্যাক্স ও’দাউদ, পল ভ্যান মেকেরেনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে আসবে ডাচরা। তবে লোগান ভ্যান ভিক, বাস ডি লিডের মতো ক্রিকেটারদের জায়গা হয়নি ডাচ স্কোয়াডে।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, অনিল নিদামারু, নোয়া ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, বেন ফ্লেচার, টিম প্রিংগেল, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও ড্যানিয়েল ডোরাম।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি জিতে নিয়েছিল টাইগাররা। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৫ বারের দেখায় ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, বাকি এক ম্যাচে জিতেছে ডাচরা।
২০১২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। ২০১২ সালে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় ড্র হয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে আর মুখোমুখি হয়নি এই দুই দল।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি
