Connect with us
ক্রিকেট

এক নজরে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলগুলো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ। ছবি- সংগৃহীত

২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল চূড়ান্ত হয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র কোয়ালিফাই করায় ১৬ দলের তালিকা পূর্ণ হলো। জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে যুবাদের এই আসর।

পূর্ণ সদস্য আয়োজক দেশ হওয়ায় সরাসরি সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। গত আসরের শীর্ষ দশ দলও সরাসরি জায়গা করে নিয়েছে।

এর মধ্যে ভারত ও অস্ট্রেলিয়া বর্তমান ফাইনালিস্ট, আর বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজও রয়েছে সরাসরি কোয়ালিফাই করা দলগুলোর তালিকায়।



আঞ্চলিক বাছাই থেকে সুযোগ পেয়েছে পাঁচটি দেশ।

আফ্রিকা কোয়ালিফায়ার: নামিবিয়াকে হারিয়ে তানজানিয়া।

এশিয়া কোয়ালিফায়ার : রানরেটে এগিয়ে থেকে আফগানিস্তান।

পূর্ব এশিয়া-প্যাসিফিক : জাপান।

ইউরোপ: শেষ দিনের নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে স্কটল্যান্ড।

আমেরিকা : কানাডা, বারমুডা ও আর্জেন্টিনাকে হারিয়ে যুক্তরাষ্ট্র।

মূল টুর্নামেন্টে ১৬ দল থাকবে চার গ্রুপে। প্রতিটি গ্রুপের সেরা তিন দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে।

ভারত সবচেয়ে সফল দল (৫ শিরোপা), আর বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রয়েছে চারটি শিরোপা।

এক নজরে অংশগ্রহণকারী দলগুলো

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে (আয়োজক), আফগানিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, জাপান, তানজানিয়া, স্কটল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট