Connect with us
ক্রিকেট

পার্থ স্কচার্সের বিপক্ষে পারলো না আফিফ-সোহানরা

বাংলাদেশ ‘এ’ দল। ছবি- সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়ার ক্লাব পার্থ স্কচার্সের বিপক্ষে টি-২০ সিরিজে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তোলে সফরকারীরা। জবাবে ১২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় পার্থ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার নাঈম শেখ (৫) বিদায় নেন। পরের ওভারেই ফেরেন সাইফ হাসান (১)। আগের ম্যাচে সর্বোচ্চ রান করা জিসান এবার ৯ রানে আউট হন। অঙ্কন ৬, সোহান ও মাহিদুল ইসলামও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

এক প্রান্তে লড়াই চালান আফিফ হোসেন। তিনি অপরাজিত ৪২ রান করে দলকে একশ ছাড়ানো সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।



লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপ এলেও পরবর্তীতে ম্যাচ নিজেদের করে নেয় পার্থ। ৩৬ রানে ২ উইকেট হারানোর পর দলীয় ৪৭ রানে আউট হন অধিনায়ক ফ্যানিং (৩)।

তবে এরপর জুয়েল কার্টিস (অপরাজিত ৪৪) ও ম্যাথু স্প্রুস (অপরাজিত ২৪) দলকে জয় এনে দেন। এছাড়া টেগু ওইলি ৩১ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে নাঈম ও রাকিবুল নেন ২টি করে উইকেট, আর হাসান মাহমুদ পান ১টি।

বাংলাদেশ ‘এ’ দলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট