
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলে সুযোগ না মিললেও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তার চাহিদা অনেক। তাই এই ফাঁকা সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার।
এবার নতুন করে আরো একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লেখালেন সাকিব। তাকে দলে নিয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টের দল আটালান্টা ফায়ার। আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে আটালান্টা ফায়ার।
সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে আটালান্টা ফায়ার লিখেছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, সাকিব আল হাসান, ২০২৫ মাইনর লিগ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিচ্ছেন!’
এছাড়া সাকিবের প্রশংসা করে তারা লিখেছে, ‘ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অবদান রেখে খেলা বদলে দেওয়ার ক্ষমতা, অসাধারণ অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকা খ্যাতি নিয়ে ফায়ারের শিবিরে যুক্ত হচ্ছেন সাকিব। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন!’
মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে মোট ২৬টি দল খেলে থাকে। যেখানে আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ও ইস্টার্ন ডিভিশনে ৬টি করে মোট ১২টি এবং প্যাসিফিক কনফারেন্সে সেন্ট্রাল ও ওয়েস্টার্ন ডিভিশনে যথাক্রমে ৮টি ও ৬টি করে মোট ১৪ টি দল অংশ নেয়। আর আটালান্টা সাউদার্ন ডিভিশনের দল হিসেবে খেলে।
সাউদার্ন ডিভিশনে সাকিবদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওরলান্ডো গ্যালাক্সি, লডারডেল লায়ন্স, মরিসভিলে র্যাপ্টোর্স, বাল্টিমোর রয়্যালস ও আটালান্টা লাইটিং। আগামী ২৮ আগস্ট শুরু হয়ে ২ অক্টোবর পর্দা নামবে এই টুর্নামেন্টের।
আটালান্টা ফায়ার স্কোয়াড— সাকিব আল হাসান, স্টিভেন টেলর, অ্যারন জোন্স, জুনোয় ড্রাইসডেল, জামার হ্যামিল্টন, পল পালমার, অ্যাশ ডেভ, রিশি পান্ডে, ভিরাজ ভাগেলা, সানি প্যাটেল, পার্থ প্যাটেল, আন্স ডেভ, ইয়ান মাদিরেড্ডি, আরিয়ান প্যাটেল, রেদওয়ান পলাশ, আজিম চার্নিয়া।
উল্লেখ্য, টুর্নামেন্টের গত আসরে আটালান্টা ফায়ায়ের হয়ে খেলেছিলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দলটির হয়ে খেলতে যাচ্ছেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি
