Connect with us
ফুটবল

এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বাংলাদেশের ৫ নারী ফুটবলার

5 Bangladeshi women footballers to play in Asian Champions League
আফঈদা-তহুরাসহ চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন ৫ ফুটবলার। ছবি- এএফসি

আগামী অক্টোবর থেকে শুরু হবে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৬ মৌসুম। দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে বাংলাদেশের নারী ফুটবল লীগ না থাকায় এই টুর্নামেন্টে দেখা যাবে না কোনো বাংলাদেশি ক্লাবকে। তবে বাংলাদেশের কোনো ক্লাব না থাকলেও ৫ ফুটবলার খেলবেন এই টুর্নামেন্টে।

মূলত ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ-এর হয়ে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন জাতীয় দলের ৫ ফুটবলার। ক্লাবটিতে আগে থেকেই খেলছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। এবার চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে নতুন করে ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন আরো ৩ বাংলাদেশি ফুটবলার। এই তালিকায় জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারসহ আছেন স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা।

নারীদের চ্যাম্পিয়ন্স লিগে রয়েল থিম্পু কলেজ খেলবে প্রাথমিক পর্বে। যেখানে গ্রুপ ডি তে রয়েছে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ তাইপের ক্লাব কাওশিউং অ্যাটাকারস, উত্তর কোরিয়ার ক্লাব নাইগোহিয়াং ও লাওসের ক্লাব মাস্টার। এই গ্রুপ থেকে যেকোনো একটি দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা পাবে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ দলই গ্রুপ পর্বে খেলবে।



আগামী ২৫ থেকে ৩১ আগস্ট প্রাথমিক পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আফঈদা-তহুরাদের ক্লাব রয়েল থিম্পু কলেজ ২৫ আগস্ট কাওশিউং অ্যাটাকারস, ২৮ আগস্ট নাইগোহিয়াং এবং ৩১ আগস্ট মাস্টারের মুখোমুখি হবে। ডি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে।

ইতোমধ্যে ভুটানে ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন শাহেদা আক্তার রিপা। সেখানে ক্লাবটির জার্সিতে একটি ম্যাচও খেলেছেন তিনি। এবার আফঈদা ও স্বপ্নাও দলের সঙ্গে যোগ দেবেন। আগামীকাল (শুক্রবার) ভুটানের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের এই দুই ফুটবলার।

প্রসঙ্গত, এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে একই কাবের হয়ে খেলেছিলেন ৩ বাংলাদেশি ফুটবলার। তারা হলেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এবার আরো ৫ ফুটবলার অভিষেকের অপেক্ষায়।

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল