Connect with us
ক্রিকেট

সিপিএলে ফিরছেন সাকিব, খেলা কবে-কখন?

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলে সাকিব। ছবি- সংগৃহীত

লাল-সবুজের জার্সিতে গত ১০ মাস সাকিব আল হাসানকে দেখা যায়নি। দেশের মাঠে বিপিএলেও খেলার সুযোগ হয়নি তার। তবে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই দেখা গেছে এই তারকা অলরাউন্ডারকে।

তিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরছেন সাকিব। এবার খেলবেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস দলে। সেন্ট কিটসে আগামী শুক্রবার (বাংলাদেশ সময় ভোর ৫টা) অ্যান্টিগা–সেন্ট কিটস ম্যাচ দিয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিটির আসর।

দলটির ফেসবুকে সাকিবকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে- ‘বাংলাদেশের আকাশ থেকে আমাদের বাজপাখি এসে পৌঁছেছেন, আপনাকে মাঠে দেখতে তর সইছে না।’



সাকিবও খেলতে মুখিয়ে আছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অ্যান্টিগাতে এসে ভালো লাগছে। সিপিএলে খেলতে উন্মুখ হয়ে আছি। দুই বিভাগেই অবদান রাখতে চাই।’

অ্যান্টিগার হোমগ্রাউন্ড নর্থ সাউন্ড স্টেডিয়ামের নামকরণ কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের নামে। সেখানে খেলাকে সাকিব মনে করছেন রোমাঞ্চকর অভিজ্ঞতা, আশা করছেন তার সঙ্গে সাক্ষাৎ ও অভিজ্ঞতা বিনিময়ের।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর বিপিএলে না খেললেও পিএসএল, জিএসএল এবং টি–টেনসহ নানা লিগে অংশ নিয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট