Connect with us
ফুটবল

পারল না আবাহনী, ঘরের মাঠে বিদেশি ক্লাবের কাছে হেরে বিদায়

Abahani couldn't do it, losing to a foreign club at home
ঘরের মাঠে মুরাসের কাছে হেরেছে আবাহনী। ছবি- বাফুফে

এএফসি লাইসেন্স না থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের পরিবর্তে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাথমিক বাছাইপর্বের ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল আবাহনী লিমিটেই। বাছাইপর্বে জিতলেই ছিল গ্রুপ পর্বে ওঠার সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ক্লাবটি। ঘরের মাঠে বিদেশি ক্লাবের কাছে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে আবাহনী।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাথমিক বাছাইপর্বের ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস। নতুন মৌসুমে মোহামেডান থেকে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে ও বসুন্ধরা কিংস থেকে শেখ মোরসালিনের মতো তারকাদের দলে নিয়েও সফরকারীদের জালে কোনো বল জড়াতে পারেনি আকাশী-নীলরা।

এদিন জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল দলের ফুটবলাররা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা বেশ কয়েকবার প্রতিপক্ষের শট ঠেকিয়ে দেন। অন্যদিকে আবাহনীর ফরোয়ার্ড লাইনে দিয়াবাতে-আল আমিন- ইব্রাহিমরাও সুবিধা করতে পারেননি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেন তারা। বিশেষ করে ইব্রাহিম বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছেন।



Abahani vs Muras United

আবাহনীর জার্সিটে অভিষেকটা জয়ে রাঙাতে পারলেন না দিয়াবাতে। ছবি- বাফুফে 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে মিডফিল্ডার আতাই জুমাশেভের গোলে এগিয়ে যায় মুরাস। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৭২তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল আবাহনী। তবে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি স্বাগতিকরা।

এরপর আর বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি আবাহনী। তবে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত সমতায় ফেরার সুযোগ ছিল তাদের। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করে আবাহনী। এতে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

এদিকে দিনের আরেকটি ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর মুখোমুখি হবে কিংসরা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল