
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে আর দু’দিন পর মাঠে গড়াতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। যেখানে বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছে ‘এ’ দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিরা।
গত আসরে আকবর আলীর নেতৃত্বে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। তবে ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে যায় লাল-সবুজের দল। এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় সফর করেছে টাইগার প্রতিনিধিরা।
অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে গড়া একটি দল অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বিসিবি। যার নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। অভিজ্ঞদের মধ্যে আরো আছেন নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। এছাড়া তরুণদের মধ্যে আছেন
আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীনসের (‘এ’ দল) মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচগুলো খেলবেন সোহানরা।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আগামী ২৪ আগস্ট দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর সেমির দুই জয়ী দল নিয়ে একই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি দেখবেন যেভাবে
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। এছাড়া সেভেন প্লাস স্পোর্টসে সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি দেখা যাবে।
২০২৫ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সময়সূচি
তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ) |
১৪ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহীনস | রাত ৮টা |
১৬ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম নেপাল | রাত ৮টা |
১৭ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম পার্থ স্করচার্স | রাত ৮টা |
১৯ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম নর্দান টেরিটরি | রাত ৮টা |
২১ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টারস | রাত ৮টা |
২৩ আগস্ট | বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬টা |
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম বসবে, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি
