Connect with us
ফুটবল

বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে নিয়ে আসতে চান কোচ বাটলার

Coach Buttler wants to bring Bangladesh into the top 100 in the rankings
বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে নিয়ে আসতে চান পিটার বাটলার। ছবি- সংগৃহীত

ইংলিশ কোচ পিটার বাটলারের হাত ধরে গত এক বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের নামের পাশে বেশ কিছু অর্জন যোগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে জাতীয় দলের প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। এমন ইতিহাসগড়া অর্জনের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছে বাংলাদেশের মেয়েরা।

সম্প্রতি প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। গত ৮ বছরে প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে এত লম্বা লাফ দিয়েছে বাঘিনীরা। আর এর পেছনে বড় অবদান রয়েছে ইংলিশ কোচ পিটার বাটলারের। তবে র‍্যাঙ্কিংয়ে ১০০-এর কাছাকাছি নয়, দলকে-১০০ এর মধ্যে নিয়ে আসতে চান বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই কোচ।

বাটলার বলেন, ‘এই অর্জন তাদের প্রাপ্য এবং তারা প্রশংসার দাবিদার। র‌্যাঙ্কিংয়ের ব্যাপারটা এমন, এটি খুব দ্রুত নেমে আসতে পারে, আবার খুব দ্রুত উপরেও যেতে পারে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে ফিফা র‌্যাঙ্কিং ধরে রাখা যায় এবং এটিকে ১০০-এর নিচে নামিয়ে আনা যায়।’



জাতীয় দলের পর অনূর্ধ্ব-২০ দলও বাটলারের হাত ধরে বড় সাফল্য পেয়েছে। প্রথমবারের মতো তারাও খেলবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে। সেই দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তাছাড়া জাতীয় দলের আরো বেশ কয়েকজন ফুটবলার খেলেছেন অনূর্ধ্ব-২০ দলের বাছাইপর্বে। তাই বাটলারের কৌশল কাজে লাগিয়ে জাতীয় দলের পর অনূর্ধ্ব-২০ দলের সাফল্যেও বড় অবদান রেখেছেন তারা।

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের ২১ তম আসর। এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টকে সামনে রেখে এবার জাতীয় দল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বাটলার। তবে ২০২৬ সালের এপ্রিলেই থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আসর। সেক্ষেত্রে জাতীয় দলের পর পুনরায় অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে দেখা যেতে পারে বাটলারকে।

উল্লেখ্য, পিটার বাটলার জাতীয় দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর গত চলতি বছর এসেছে আরো তিনটি সাফল্য। এশিয়ান কাপের মূল পর্বে জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দল কোয়ালিফাই করার পাশাপাশি ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল