Connect with us
ক্রিকেট

পাকিস্তানের হারে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Bangladesh receive major blow after Pakistan’s defeat
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বিসিবি

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও দশম স্থানে নেমে গেল বাংলাদেশ দল। রোববার (১০ আগস্ট) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। আর বাবর-রিজওয়ানদের হারেই কপাল পুড়েছে বাংলাদেশের। সফরকারী দলটিকে হারিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে এসেছে ক্যারিবিয়ানরা।

সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে এক ধাপ পিছিয়ে নয় থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৭৭। আর দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ৭৮।

গত মে মাসে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এমনটা হয়েছিল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে হালেও, দ্বিতীয়টিতে জয়ের পর উন্নতির মুখ দেখেছিল টাইগাররা। একধাপ এগিয়ে আগের অবস্থানে ফিরে আসে মেহেদি হাসান মিরাজের দল। তবে এবার না খেলেও ফের দশে নেমে গেছে লাল-সবুজের দল



এদিকে ওয়েস্ট ইন্ডিজে কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে অবমনন ঘটেছে পাকিস্তানেরও। একধাপ পিছিয়ে ৫ নম্বর স্থানে নেমে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। তাদের রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে উন্নতির মুখ দেখেছে শ্রীলঙ্কা। একধাপ এগিয়ে ৪ নম্বর স্থানে উঠে গেছ লঙ্কানরা।

এর বাইরে শীর্ষ দশের মধ্যে আর কোনো পরিবর্তন আসেনি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। তিনে আছে অস্ট্রেলিয়া। তাদেরও রেটিং পয়েন্ট কিউইদের সমান ১০৯।

এছাড়া ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকা। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আফগানিস্তান এবং ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট