Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর ২০২৫ : শর্টলিস্টে লামিন ইয়ামালসহ আছেন যারা

Lamine Yamal and Raphinha, Ousmane Dembele
লামিন ইয়ামাল, রাফিনহা ও উসমান ডেম্বেলে। ছবি- সংগৃহীত

ব্যালন ডি’অর ২০২৫ জিতবেন কে- সে প্রশ্নের উত্তর মিলবে বছরের শেষ দিকে। তবে তার আগে আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার ঘোষণা হয়েছে ৩০ জনের শর্টলিস্ট। তালিকায় আছেন ব্রাজিল ও আর্জেন্টিনার দুজন করে ফুটবলার।

আরেকটি বছর ব্যালন ডি’অরের মনোনয়নে নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বোঝাই যাচ্ছে, পুরোনো অধ্যায় শেষ করে নতুন যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল।

আর্জেন্টিনার হয়ে তালিকায় জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ও লওতারো মার্টিনেজ। ব্রাজিলের প্রতিনিধি রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।



বিশ্লেষকদের মতে, এবারের শিরোপার লড়াই মূলত হবে ফ্রান্সের উসমান ডেম্বেলে, ব্রাজিলের রাফিনহা এবং স্পেনের লামিন ইয়ামালের মধ্যে।

ব্যালন ডি’অর ২০২৫-এর ৩০ জনের শর্টলিস্ট

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড), উসমান ডেম্বেলে (ফ্রান্স), নুনো মেন্ডেস (পর্তুগাল), জিয়ানলুইজি দোন্নারোমা (ইতালি), হোয়াও নেভেস (পর্তুগাল), ডিজায়ার ডোয়ে (ফ্রান্স), মাইকেল ওলিসে (ফ্রান্স), ডেঞ্জেল ডামফ্রিস (নেদারল্যান্ডস), কোলে পালমার (ইংল্যান্ড), সারহো গুইরেসি (গিনি), পেদ্রি (স্পেন), ভিক্টর গায়াকোরেস (সুইডেন), রাফিনহা (ব্রাজিল), আরলিং হালান্ড (নরওয়ে), ডেক্লান রাইস (ইংল্যান্ড), আশরাফ হাকিমি (মরক্কো), ফ্যাবিয়ান রুইজ (স্পেন), হ্যারি কেইন (ইংল্যান্ড), মোহাম্মদ সালাহ (মিসর), খিভিচা কেভারাটশেলিয়া (জর্জিয়া), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), অ্যালেক্সিস ম্যাক এলিস্টার (আর্জেন্টিনা), ভিতিনহা (পর্তুগাল), লওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা), ফ্লোরিয়ান ভির্টস (জার্মানি), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), লামিন ইয়ামাল (স্পেন)।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল