Connect with us
ক্রিকেট

লিটন-শামীমের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

Liton dash
লিটন দাস। ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা। ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান।

ডাম্বুলায় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (০) এবং তানজিদ হাসান তামিম (৫) দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক লিটন দাস।


আরও পড়ুন:

» সর্বোচ্চ প্রাইজমানির জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু


 

» বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান প্রকাশ

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে রান খরায় ভোগা লিটন আজ ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছেন, যা ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৭৬ রান করেন। লিটনকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয়, যিনি ২৫ বলে ৩১ রান করে ৬৯ রানের জুটি গড়েন। এরপর শামীম হোসেন পাটোয়ারী ৪৮ রানের কার্যকরী ইনিংস খেলে দলের স্কোর বাড়াতে সাহায্য করেন।

যদিও শুরুতে বিপর্যয় দেখা দিয়েছিল, লিটন ও শামীমের দৃঢ়তায় বাংলাদেশ একটি লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়েছে। এখন বোলারদের ওপর নির্ভর করছে এই রান রক্ষা করে সিরিজে ফেরা।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট