Connect with us
ফুটবল

ফাহামিদুল ও কিউবাকে অনূর্ধ্ব-২৩ দলে খেলানোর কথা ভাবছে বাফুফে

Fahamedul Islam_Cuba MItchel
ফাহামিদুল ইসলাম ও কিউবা মিচেল। ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই বাছাইপর্বকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ক্যাম্প ও কোচ নিয়োগ এবং একই সময়ে জাতীয় দলের প্রীতি ম্যাচের বিষয়ে আজ (শনিবার) বৈঠকে বসেছিল বাফুফে। তবে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি ফেডারেশন।

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে হামজা-জামালদের। এসময় জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকবে হ্যাভিয়ের কাবরেরা। তাই অনূর্ধ্ব-২৩ দলের জন্য বিকল্প কোচ খুঁজছে বাফুফে। সেক্ষেত্রে প্রাধান্য পাবেন দেশি কোচরা। আগামী বৈঠকে কোচের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে অনূর্ধ্ব-২৩ দলের জন্য বাফুফের ভাবনায় আছেন ফাহামিদুল ইসলাম ও কিউবা মিচেল। গত জুনের ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে ফাহামিদুলের। তবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য অনূর্ধ্ব-২৩ দলে তাকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য।

আরও পড়ুন:

» কেমন হবে এশিয়ান কাপের ফরমেট, থাকছে কয়টি করে ম্যাচ?

» একের পর এক জয়, পিএসজি কি বর্তমানে ফুটবলের সেরা ক্লাব? 

একইসঙ্গে কিউবা মিচেলকেও খেলানোর প্রস্তাবও দিয়েছেন তারা। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ইতোমধ্যে ফিফার অনুমোদন পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেকের অপেক্ষায় এই তরুণ।

গত মাসের শেষদিকে জাতীয় স্টেডিয়ামে ৪৯ জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছে। তাঁদের মধ্যেও কয়েকজন ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলের পরিকল্পনায় আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম- বিতোশোক চাকমা, জায়ান আহমেদ, একরামুল কাসপার, ইমান আলম।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আগামী ৩ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল