Connect with us
ক্রিকেট

দ্রুততম ৭৫০০ রান ও ৪৫০ উইকেটের কীর্তি গড়লেন সাকিব

দুবাই ক্যাপিটালসের হয়ে জিএসএলের ম্যাচে ৭৫০০ ছুঁইয়েছেন সাকিব। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টিতে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭৫০০ রান ও ৪৫০ উইকেটের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে এই ক্যারিবিয়ান তারকার চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৫০০ রান ও ৪৫০ উইকেট পেতে সাকিব খেলেছেন ৪৪৯ ম্যাচ। অন্যদিকে ৪৯৮টি ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন রাসেল।

টি-টোয়েন্টিতে অনেক আগেই ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁইয়েছিলেন সাকিব। তবে ব্যাট হাতে ৭৫০০ রান ছোঁয়ার কিছুটা দূরে ছিলেন তিনি। গতকাল (শুক্রবার) গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ম্যাচে হোবার্ট হারিকেনসের মুখোমুখি হয় তার দল দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচে ৭ রানের ইনিংস খেলেই ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা অলরাউন্ডার। বর্তমানে টি-টোয়েন্টিতে তার মোট রান ৭৫০৩।

আরও পড়ুন:

» সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা, বলছে বিসিবি

» ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৫ দল 

তবে টি-টোয়েন্টি আরো একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। বর্তমানে তার টি-টোয়েন্টি উইকেট সংখ্যা ৪৯৭। আর ৩টি উইকেট পেলেই পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁইয়েছেন রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির।

তবে এদের মধ্যে কেউই বাহাতি বোলার নন। সাকিব আর ৩ উইকেট নিতে পারলেই প্রথম বাঁহাতি বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন।

চলমান জিএসএলের গ্রুপ পর্বে আরো ২টি ম্যাচ বাকি আছে দুবাই ক্যাপিটালসের। এই দুই ম্যাচে ৩ উইকেট নিলেই নতুন কীর্তিতে নাম লেখাবেন সাকিব। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট