
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন ইতিহাস লিখল বুলগেরিয়া। সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ইউরোপের বালকান অঞ্চলের এই দেশটি। জিব্রাল্টারের বিপক্ষে এই কীর্তি গড়েছে তারা। এতে টি-টোয়েন্টির রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে দলটি।
বুলগেরিয়ায় চলমান এক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শুক্রবার (১১ জুলাই) জিব্রাল্টারের মুখোমুখি হয় বুলগেরিয়া। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে জিব্রাল্টার। জবাবে খেলতে নেমে মাত্র ১৪.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বুলগেরিয়া।
অবিশ্বাস্য এই রানতাড়ায় বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম। ক্রিকেটের বাইবেল হিসেবে প্রখ্যাত সাময়িকী ‘উইজডেন’-ও এটিকে সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন:
» ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৫ দল
» ক্রিকেট ইতিহাসে আগে ঘটেনি এমন, বিরল কীর্তি কিশোরের
এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। ২০২৫ সালে স্লোভেনিয়ার বিপক্ষে ১৪.১ ওভারে ২০০ রান তাড়া গড়ে জিতেছিল দলটি। রানতাড়ায় তাদের রানরেট ছিল ১৪.১১।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রেকর্ডও ভেঙে দিয়েছে বুলগেরিয়া। ২০২৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮.৪ ওভারে ২৬২ রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব কিংস। এই বিশাল রানতাড়ায় পাঞ্জাবের রানরেট ছিল ১৪.০৩।
আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রানের ম্যাচগুলোর তালিকাতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বুলগেরিয়া-জিব্রাল্টারের ম্যাচটি। এই ম্যাচে দু’দলের সম্মিলিত রান হয়েছিল ৪৮৭। আর শীর্ষে আছে ২০২২ সালের বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচ, যেখানে দু’দলের সম্মিলিত রান হয়েছিল ৪৮৮।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি
