Connect with us
ক্রিকেট

সাবেক ভারতীয় ক্রিকেটারকে ছাপিয়ে জো রুটের বিশ্বরেকর্ড

Joe Root
ফিল্ডিংয়ে জো রুট। ছবি- সংগৃহীত

লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে রয়েছে ইংল্যান্ড। যেখানে এবার দারুন এক কীর্তি গড়লেন ইংলিশ ক্রিকেটার জো রুট। সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে নতুন এক বিশ্বরেকর্ডে নিজের নাম লেখালেন এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

ক্রিকেটের ইতিহাসে উইকেট কিপার ব্যতীত কোন ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ লুফে নেওয়ার তালিকায় সবার ওপরে উঠে এলেন জো রুট। ভারতীয় ইনিংসের ২১তম ওভারে বেন স্টোকসের বলে স্লিপে বাঁ দিকে ঝুঁকে এক হাতে করুন নায়ারের ক্যাচ তালুবন্দি করেন তিনি। আর এতেই ২১১তম ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়লেন রুট।

Joe Root catch taken

২১১তম ক্যাচ ধরে জো রুটের বিশ্বরেকর্ড।

এতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচটি ধরলেন তিনি। লর্ডস টেস্ট শুরুর আগে যৌথভাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ২১০ ক্যাচ শিকারের রেকর্ড ছিল তার। এবার একক ভাবে সর্বোচ্চ উইকেট ক্যাচ হিসেবে তালুবন্দি করেছেন তিনি। এই তালিকায় এরপর রয়েছেন মাহেলা জয়াবর্ধনে (২০৫), স্টিভেন স্মিথ (২০০) ও জ্যাক ক্যালিস (২০০)।


আরও পড়ুন:

» ক্রিকেট ইতিহাসে আগে ঘটেনি এমন, বিরল কীর্তি কিশোরের

» শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পরেও বাটলারের হতাশা প্রকাশ


এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রাহুলের ২১০ ক্যাচ নিতে খেলতে হয়েছিল ১৬৪ টেস্ট ম্যাচ। অপরদিকে তাকে ছাপিয়ে শীর্ষে ওঠা রুট খেলেছেন ১৫৬ টেস্ট। ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়া রুট এর আগে ব্যাট হাতেও রেকর্ডগড়া ইনিংস খেলেছেন। তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন এই ইংলিশ তারকা।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট