Connect with us
ক্রিকেট

ক্রিকেট ইতিহাসে আগে ঘটেনি এমন, বিরল কীর্তি কিশোরের

Double Hat-trick in single innings record for Kishor
জোড়া হ্যাটট্রিকের ঘটনা। ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে হ্যাটট্রিকের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় বিভিন্ন শ্রেণীর ক্রিকেটে টানা তিন বলে তিন উইকেট শিকারের ঘটনা। এমনকি এক ম্যাচের দুই ইনিংসে দুই হ্যাটট্রিকের কীর্তিও রয়েছে একাধিক ক্রিকেটারের। তবে এবারই যেন প্রথমবার কোন ম্যাচের এক ইনিংসেই দুই হ্যাটট্রিক করলেন বোলার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ বিভাগের ম্যাচে গতকাল দেখা গেছে এমনই এক বিরল ঘটনা। নতুন এই কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক। ক্রিকেটে প্রথম বোলার হিসাবে এক ম্যাচের একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন তিনি। ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার।

‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় কেশগ্রেভ। এই ম্যাচে ইপসউইচের হয়ে অনন্য কীর্তি গড়েছেন ৩৭ বছর বয়সি স্পিনার কিশোর কুমার। পরপর দুই ওভারে তিনি পেয়েছেন হ্যাটট্রিক। এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে জোড়া হ্যাটট্রিকের এই নজির।


আরও পড়ুন:

» শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পরেও বাটলারের হতাশা প্রকাশ

» লর্ডসে উইকেট নিয়ে জোটার স্মৃতি মনে করালেন সিরাজ


এদিন পাঁচ ব্যাটারকে বোল্ড আউট করেন কিশোর। আর এক উইকেট আসে ক্যাচ থেকে। কিশোরের এই কীর্তির দিনে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তার দল। যে দলে তার সতীর্থ একাধিক বাংলাদেশ বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছে। ক্রিকেটে নতুন ইতিহাস গড়া কিশোর নিজের নাম লিখে রাখলেন ইতিহাসের এক বিশেষ পাতায়।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট