Connect with us
ক্রিকেট

স্ত্রীকে নিয়ে শ্রীলঙ্কায় বিবাহবার্ষিকী উদযাপন করলেন শান্ত

স্ত্রীকে নিয়ে নাজমুল হোসেন শান্ত পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার এবং তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত তাঁর পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।

এই বিশেষ দিনে তিনি তাঁর স্ত্রীক সাবরিনা সুলতানা রত্নাকে নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন।

বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন এই ব্যাটার। সেখানেই স্ত্রীকে নিয়ে দিনটি উদযাপন করেছেন।

আরও পড়ুন:

» ফুটবলে ব্যর্থ হলেও ক্রিকেটে ২০২৬ বিশ্বকাপে জায়গা পেল ইতালি

» বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত : আকবর

শুক্রবার নাজমুল হোসেন শান্তর স্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবাহবার্ষিকী উদযাপনের ছবি আপলোড করে লিখেছেন, ‘একসাথে চলাী আরও একটি বছর পূর্ণ হলো, আমাদের পঞ্চম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’

তার এম পোস্ট ভক্ত-সমর্থকদের মধ্যে বেশ উচ্ছ্বাস তৈরি করেছে।

২০২০ সালের ১১ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুল হোসেন শান্ত ও সাবরিনা সুলতানা রত্না। দুজনের বাড়িই রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পড়াশোনা করা রত্মার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল শান্তর।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে শান্ত একদিকে যেমন মাঠের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত থাকেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি তাঁর পারিবারিক মুহূর্তগুলোকে বেশ গুরুত্ব দেন। তাঁর এই বিবাহবার্ষিকী উদযাপন সেই ইঙ্গিতই দেয়। ভক্তরা আশা করছেন, দাম্পত্য জীবনের এই সুন্দর মুহূর্তগুলো শান্তকে মাঠের খেলায় আরও অনুপ্রাণিত করবে এবং তিনি ভবিষ্যতেও দেশের জন্য ভালো কিছু উপহার দেবেন।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট