
লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবারও আলোচনায় ডিউক বলের মান। ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ, বারবার বলের আকৃতি পরিবর্তন ও নরম হওয়া নিয়ে আম্পায়ার শরফুদ্দৌলাহ ইবনে শহীদ সৈকত ও পল রাইফেল-এর সঙ্গে তর্কে জড়িয়েছেন।
গতকাল ৮০তম ওভারের পর নতুন বল দেওয়া হলেও, মাত্র ১০ ওভার পরই সেটি বদলের দাবি তোলে ভারত, যা ‘হুপ টেস্টের’ পর বদলানো হয়। নতুন বল নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক গিল আম্পায়ার শরফুদ্দৌলাহ সৈকতের হাত থেকে বল কেড়ে নেন, যা টিভি সম্প্রচারে দেখা গেছে। সিরাজও স্টাম্প মাইকে বলের মান নিয়ে প্রশ্ন তোলেন, যার সঙ্গে একমত হন সুনীল গাভাস্কার।
সিরিজ শুরুর আগেই ভারতের সহ-অধিনায়ক ঋষভ পান্ত ডিউক বলের নিম্নমান নিয়ে কড়া সমালোচনা করে বলেন, এর আগে এমন বাজে বল তিনি দেখেননি, যা ম্যাচের ভারসাম্য নষ্ট করছে।
আরও পড়ুন:
» ২০৩০ বিশ্বকাপের ফাইনাল রিয়াল মাদ্রিদের বিখ্যাত মাঠে
» স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা দলটি!
তবে, ভারতীয়দের ঘন ঘন বল পরিবর্তনের দাবি মানতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন, যা তিনি ‘বিরক্তিকর’ বলেছেন।
অন্যদিকে, সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর ক্ষোভ ঝেড়েছেন।
তিনি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটি অগ্রহণযোগ্য। ক্রিকেট বল দেখতে ভালো একজন উইকেটরক্ষকের মতো হতে হবে, খালি চোখে যা স্পষ্ট দেখা যায়। আমরা ডিউক বল ইস্যুতে অনেক বেশি কথা বলছি, কারণ তেমন ঘটনা ঘটছে এবং প্রতিটি ইনিংসেই বদলে যাচ্ছে বলের ধরন। অগ্রহণযোগ্য, মনে হচ্ছে এর ৫ বছর হয়ে গেছে।’
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
