
দারুণ এক জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের। আজ (শুক্রবার) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে লঙ্কার মেয়েদের ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। এছাড়া মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী, রুপা আক্তার, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেছেন।
বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের কোচিংয়ে এবং অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সম্প্রতি মিয়ানমারের মাটিতে ইতিহাস গড়া দলটির ৯ জনকেই সাফের স্কোয়াডে রেখেছেন বাটলার। যা মধ্যে ৮ জনকেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে খেলান কোচ। যার প্রভাব ম্যাচের প্রথম মিনিট থেকেই দেখা গেছে।
আরও পড়ুন:
» গোল-অ্যাসিস্ট করে শারীরিক অবস্থার কথা জানালেন নেইমার
» সাকিবকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন গুলবাদিন
ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখাতে শুরু করে বাংলাদেশ। আর ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় তারা। প্রথম গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন এই মিডফিল্ডার। তবে দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। এর তিন মিনিট পর অর্থাৎ ম্যাচে পঞ্চম মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় স্বাগতিকরা। এ পর্যায়ে দলকে এগিয়ে দেন মুনকি আক্তার।
এরপর বেশকিছুক্ষণ সময় কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ আসলেও গোলে রূপান্তর করতে পারেনি স্বাগতিকরা। তবে ম্যাচের ৩৭তম মিনিটে তৃতীয় গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের তৃতীয়বারের মতো এগিয়ে দেন সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান আফঈদারা।
বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধ শুরুর ১৩ মিনিটের মধ্যেই আরো ৪ গোল করে বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন মুনকি। দুই মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান শিখান। দলের পঞ্চম গোল এনে দেন এই মিডফিল্ডার।
এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩তম মিনিটে দ্বিতীয় গোল এবং ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচের ৮৫তম মিনিতে স্কোরশিটে নাম লেখা রুপা আক্তার। দলকে ৮-০ গোলে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের জালে প্রথম অন টার্গেট শট করে শ্রীলঙ্কা। এই শট থেকেই একমাত্র গোলটি পায় দলটি। কিন্তু দুই পরেই বাংলাদেশকে আরো এক গোলে এগিয়ে দেন শান্তি মার্দি। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি
