
একদিকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছে টাইগাররা। আর অপরদিকে ক্যারিবিয়ানে গ্লোবাল সুপার লিগ খেলতে মাঠে নামেন সাকিব আল হাসান। নিজের দারুন অলরাউন্ড পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছেন এই তারকা ক্রিকেটার।
এমন দিনে নিঃসন্দেহে সাকিবের মত ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় দলে মিস করেছেন ভক্ত সমর্থকরা। সেই কথাই যেন ফুটে উঠেছে দেশের আরেক সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের কন্ঠে। আজ সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট করে তেমনটাই জানিয়েছেন রুবেল। আর শচীন টেন্ডুলকারের এক মন্তব্য তুলে ধরে সাকিবকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
সেই পোস্টে সাকিবের প্রশংসায় রুবেল লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পর পর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’
আরও পড়ুন:
» আজ শুরু আফঈদাদের নতুন মিশন, বাটলার দেখছেন সুযোগ
» জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল রংপুর রাইডার্স
এর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রুবেল। তিনি পোস্ট করে লিখেছিলেন, ‘আজকের ম্যাচের জন্য দল নির্বাচন নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুশি নই।’
গতকাল গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে রীতিমত একা হাতে জিতিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং ব্যর্থতায় পড়া দলকে ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে লড়াই করার পুঁজি এনে দেন এই টাইগার অলরাউন্ডার।
এরপর বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তুলে নিয়েছেন জয়। এদিন বল হাতে তিনি ১৩ রান খরচায় শিকার করেন প্রতিপক্ষের ৪ উইকেট। আর এমন অলরাউন্ড পারফরম্যান্সে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। বাংলাদেশ দলের পরাজয়ের রাতে তাই অনেকেই জাতীয় দলে মিস করছেন সাকিবকে।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস
